রহস্য জনক ভাবে হত্যা মামলার আসামী অভিজিৎ এর জামিন মঞ্জুর
মোঃ জমির আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার লাখাইয়ের প্রাইমারী স্কুলের শিক্ষিকা রিবন রূপা দাশ (৩৫) এর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় এখনও গ্রেফতার হয়নি কোন আসামী। অথচ এ মামলার এজাহারভুক্ত আসামী অভিজিৎ ভট্টাচার্য্য গতকাল হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে পুলিশ প্রতিবেদন আসার আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এর আগে তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। কিন্তু এখনও এ মামলার আসামী হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের মৃত ব্রজেন্দ্র আচার্যের পুত্র পিন্টু আচার্য (৫০) হবিগঞ্জ পৌর এলাকার মৃত বিজন রায়ের পুত্র বিপ্লব কুমার রায় সুজন গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, আসামীরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে অভিযান চলছে। অচিরেই রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত ১২ মে শিক্ষিকা রিবন রূপা দাসের মরদেহ ভরপূর্ণি ঝনঝনিয়া ব্রিজের নদীর পাশ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১৫ মে শিক্ষিকার স্বামী অজয় কুমার দাশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.