মোঃ জমির আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন এর দিকনির্দেশনায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চুনারুঘাটের সীমান্ত দিয়ে চোরাই পথে চিনি, চাপাতা, জিরা, গরম মসলা ও মাদকসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করছে। যদিও মাঝে মধ্যে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা চক্রের সদস্যদের ধরে তবে মূলহোতারা থেকে যায় ধরাছোয়ার বাইরে। গত বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ও শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের বিরামচর এলাকায় অভিযানটি পরিচালনা করেন অভিযান কালে ৫ ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক করা হয় । ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চালক, হেলপার ও অবৈধ ব্যবসায়ীদেরসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারের কথা স্বীকার করেছে। প্রতি ট্রাকে ১৮০ বস্তা করে মোট ৯শ বস্তা চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। ওসি ও বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে , তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের বাড়ি বিভিন্ন জেলায়। তাদের গডফাদারকে খুঁজের বের করার চেষ্টা চলছে।
এ ঘটনায় মামলা হবে বলে জানা যায়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.