কাপ্তাই প্রতিনিধিঃ
ক্রীড়া পরিদপ্তর প্রনীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪ রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিস কর্তৃক আজ কাপ্তাই উপজেলায় স্কুল শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতার শেখ রাসেল মিনি স্টুডিয়ামে শুভ উদ্বোধন হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি ও নবনির্বাচিত কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, এই সময় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা র সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া। উপজেলা র ৪টি টিম প্রথম পর্বে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়কে ৩ গোল দিয়ে ফাইনালে চিৎমরম উচ্চ বিদ্যালয় অন্যদিকে কেআরসি উচ্চ বিদ্যালয়কে ১ গোল দিয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয় ফাইনালে।কাপ্তাই উচ্চ বিদ্যালয় ও চিৎমরম উচ্চ বিদ্যালয় ৪-৩ গোলে চিৎমরম উচ্চ বিদ্যালয় টাই বাইকারে জয় ছিনিয়ে নেন। এই খেলার মধ্যদিয়ে উপজেলা ভিত্তিক বাছাই পর্ব শেষ হল স্কুল ভিত্তিক উপজেলা ফুটবল খেলোয়াড় বাছাই পর্ব। খেলার সমাপনী অনুষ্ঠানে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হাসান বাবু র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, এতে বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.