fr
মো. আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাাকাঃ
চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে মা নিলুফা খানম পাগল প্রায়। ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই বার বার মূর্ছা যাচ্ছেন তিনি। তার আহাজারিতে ভারি হয়ে উঠেছে।
গত বৃহস্পতিবার (৯ মে) বিকেলে মানিকগঞ্জ পৌর শহরে আসীম জাওয়াদ রিফাতের বর্তমান বাসায় গিয়ে এই চিত্র দেখা গেছে।
আসিম জাওয়াদ রিফাতের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে। তার বাবার নাম ডা. মোহাম্মদ আমানউল্লাহ এবং মায়ের নাম নিলুফা আক্তার খানম। নিহত পাইলট রিফাত মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাঁটির বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হন ২ পাইলট উইং কমান্ডার সুহান ও স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। উইং কমান্ডার সুহান অবস্থায় জহুরুল হক ঘাটির মেডিকেল স্কোয়াড্রনে চিকিৎসাধীন রয়েছেন এবং আসিম জাওয়াদ সিএম এস পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান।
নিহত আসিম জাওয়াদের মামা সুরুয খান জানান, আসীম জাওয়াদ রিফাত একজন চৌকস অফিসার ছিল। ছোটবেলা থেকেই সে বিমানবাহিনীতে যোগ দেবে এমন স্বপ্ন ছিল। রিফাতের স্ত্রী, ছয় বছরের মেয়ে আয়জা ও এক বছর বয়সী একটি ছেলে রয়েছে। আসিম জাওয়াদ তার স্ত্রী অন্তরা আক্তার ও ছয় বছরের একটি মেয়ে এবং দেড় বছরের এক ছেলেকে নিয়ে চট্টগ্রাম বিমানবাহিনীর ঘাঁটি জহরুল হকের অফিসার্স আবাসিক এলাকার নীলিমা’তে থাকতেন। আর মা বাবা বর্তমানে মানিকগঞ্জ পৌর শহরের দাশড়া এলাকায় থাকেন। এক মাত্র ছেলেকে হারিয়ে তার মা এখন পাগল প্রায়। তাকে হারিয়ে পরিবার শোকে অন্ধকার নেমে এসেছে । বিমান দুর্ঘটনার কারণে
দেশ আজ একজন চৌকস অফিসারকে হারালো।
আসিম জাওয়াদের খালাতো ভাই দেওয়ান রাজীব মাহমুদ জানান, আসিম জাওয়াদ রিফাতের মরদেহ আনতে তার বাবা ডা. মোহাম্মদ আমানউল্লাহ ইতোমধ্যে চট্টগ্রামে পৌছে গেছেন। সকল আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ মানিকগঞ্জ এসে পৌছলে তাকে সেওতা কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.