নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার বালুসাইর গ্রামে মূখে (গলায়) কৈ মাছ ঢুকে এক কৃষক শ্রমিকের মৃত্যু হয়েছে । পরে স্বজনরা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান নিহতের স্বজনরা।
বুধবার রাত আনুমানিক ৯টার সময় মহিষাশুড়া ইউনিয়নে বালুসাইর গ্রামে মাছ ধরতে গিয়ে প্রথম কৈ মাছ টি মূখে রাখতে গিয়ে গলার ভেতর ঢুকে যায়। নিহত মিয়া চান (৪৮) বালুসাইর গ্রামের মধ্যপাড়া মৃত. তারব আলীর ছেলে।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয় মহসিন কবির বলেন, সন্ধ্যার পর বাড়ির পাশে কৃষি জমিতে বৃষ্টির পানিতে কৈ মাছ দেখে তা ধরতে যায় মিয়া চান । পরে তিনি প্রথমে একটা কই মাছ ধরেন । এ সময় রাখার পাত্রে না রেখে কৈ মাছটি কামড় দিয়ে মূখে রাখে। পরে কৈ মাছ নারা দিয়ে গলায় ঢুকে যায়। অনেকে চেষ্টা করে মাছটি বের করতে ব্যর্থ হয়ে, তার স্বজনরা নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় । পরে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। তবে গলা থেকে কই মাছটি বের করা সম্ভব হয়নি বলে জানান ।।
মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া বলেন, গলায় কৈ মাছ ঢুকে একজন লোক মারা গেছে বিষয়টি স্থানীয়রা জানিয়েছে। ঝড়-বৃষ্টির কারণে সরেজমিন যেতে পারি নাই। তবে নিহতের বাড়িতে আমার প্রতিনিধি রয়েছে।।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.