নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক রুপসী বাংলা’র সিনিয়র সংবাদদাতা ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক এমএ কুদ্দুসের মাতা ফিরোজা বেগম বার্ধক্যজনিত কারণে সোমবার ভোরে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ জোহর চিওড়া ইউনিয়নের চরপাড়া মজুমদার বাড়ি জামে মসজিদের সামনে নামাজে জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমার জানাযায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ও দৈনিক জনকণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি মীর শাহ আলম, কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান মজুমদার, সিনিয়র সহ সভাপতি এমএ মান্নান, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক স্বাধীন ভোরের সম্পাদক সোহাগ মিয়াজী, দপ্তর সম্পাদক এমএ রউফ, সহ দপ্তর সম্পাদক সবুজ খন্দকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এনামুল হক হাজারী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সদস্য আনোয়ার হোসেন প্রমূখ।
রহুমার আত্মীয়-স্বজন সহ আলেম-ওলামা ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।
এদিকে সাংবাদিক এম এ কুদ্দুসের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএমএ বাহার, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি তৌহিদ মাহমুদ অপু, সাধারণ সম্পাদক সোহাগ মিয়াজী সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.