মোঃকামাল মিয়াঃ
হবিগঞ্জ জেলার চৌকস ও বিচক্ষণ পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা নির্দেশে
নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানার হত্যা মামলা নং-০৮(০৩)২৪ এর ঘটনায় জড়িত প্রধান আসামী ১। মোঃ আকবর মিয়া(৩৫) পিতা-আম্বর মিয়া ও সহযোগী আসামী ২। সাবিনা বেগম(৩০) স্বামী-মোঃ আকবর মিয়া, উভয় সাং-হরিনগর, ০২নং পূর্ব বড় ভাকৈর ইউপি, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জদ্বয় কে ইং ২৬/০৩/২০২৪ তারিখ গভীর রাতে সিলেট জেলার কোতোয়ালী মডেল থানাধীন ঘাসিটুলা বেতের বাজার এলাকা হতে গ্রেফতার করে। আসামীদ্বয় হত্যা মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং হত্যার ঘটনার বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য যে, গত-০৫/০৩/২০২৪ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০২:৩০ ঘটিকার সময় পারিবারিক বিষয়াদি নিয়া ভিকটিম মৃত বাবলু মিয়া ও ২নং বিবাদী সাবিনা বেগম এর মধ্যে কথা কাটাকাটি কে কেন্দ্র করে ১নং বিবাদী মোঃ আকবর মিয়া ভিকটিম বাবলু মিযাকে হত্যার উদ্দেশ্যে মাথার পিছনে বাঁশের মুগুর দিয়ে একাধিক আঘাত করে গুরুতর জখম করে এবং ২নং বিবাদী সাবিনা বেগম হাতে থাকা লাঠি দিয়ে বাইরাইয়া জখম করলে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.