কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলার ১ নং চ্ন্দ্রঘোনা ফকিরাঘোনা এলাকায় আগুনে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ ৪ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সিএনজি ড্রাইভার মোঃ দুলাল এর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এলাকাবাসীর সাথে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক দুলাল জানান, কিছুদিন আগে বাড়ি ২৫০০০০হাজার টাকা খরচ করে মেরামত করি আমি গাড়ী নিয়ে বাড়ী হতে বের হয় আমার স্ত্রীও বাচ্চাদের আনার জন্য স্কুলে যায় এর মধ্যে জানতে পারি বিদ্যুতের শটসার্কেট হতে আগুন লাগে ঘরে, নগদ ৮০ হাজার টাকা সহ সব জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটা জিনিসও বের করা সম্ভব হয়নি প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয় বলে আগুনে ক্ষতিগ্রস্ত দুলাল আমাদের প্রতিনিধিকে জানান। দুলালের পাশে আরেকটি ঘরের একংশ পুড়ে ছাই হয়। খবর পেয়ে ১নং চন্দ্রঘোনা ইউপি সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই থানা আফিসার ইনচার্জ আবুল কালাম, কাপ্তাই উপজেলা ইউএনও র প্রতিনিধি অত্র ইউপি র পুরুষ ও মহিলা মেম্বার গণ ছুটে আসেন এবং বর্তমান ও সাবেক চেয়ারম্যান আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ এবং শুকনা খাদ্য সহ বিভিন্ন সহযোগিতা করেন। জানাযায় করোনাকালীন সময়েও সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি র অবদান কাপ্তাই উপজেলায় বিভিন্ন স্হানে গোপনে ভালোবাসার উপহার দিতেন বলে একজন উপহার ভোগী এই সময় আমাদের প্রতিনিধিকে জানান। কাপ্তাই ফায়ার সার্ভিসের অফিসার সাহাদাত হোসেন আমাদের প্রতিনিধিকে বলেন, আগুন লাগার খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী সহ চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে এনেছি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ ভোক্তভোগির মতে ৮লাখ বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.