মোহাম্মদ মাসুদঃ
সিএমপি বন্দর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি শওকত গ্রেফতার।
০৩ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অভিযানে সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি শওকত গ্রেফতার করে।
সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সুলতানা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ শরীফ উজ জামানের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার জনাব মাহমুদুল হাসান এবং বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মো. মনজুর কাদের মজুমদারের নেতৃত্বে, এএসআই (নিঃ) মো. আমজাদ সংগীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদে বিশেষ দায়রা মামলা নং -০৫/১০ মতিঝিল থানার মামলা নং- ৮৬(২)০৮ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শওকাতুল ইসলাম শওকতকে গ্রেফতার করেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.