মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
১৪ ফেব্রুয়ারি সকাল ৯ টায় মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার এলাকায় উপজেলা মৎস্য অফিস কর্তৃক, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এর নিমিত্তে জাটকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ কেজি ৩০০ গ্রাম জাটকা ইলিশ আটক করা হয়। কোন ব্যক্তিকে আটক করা হয় নাই। জব্দকৃত মাছগুলো হরিরামপুর উপজেলার আন্দার মানিক এতিমখানা ও দড়িকান্দি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযান পরিচালন করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব নুরুল একরাম ও অফিস সহকারী সুমন সরকার।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জেলেদের মাঝেসতর্কতা অবলম্বন করেন ছোট ইলিশ ধরা থেকে তারা যেন বিরত থাকে। এর সাথে জেলেদের মাঝে বিশেষ সতর্কতা দিয়ে থাকেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.