চৌধুরী মুহাম্মদ রিপনঃ
চট্টগ্রামে চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৮.৭৯ লিটার বিয়ার ও মদ সহ ০১ জন মাদক কারবারি আটক।
৩১জানুয়ারি,দুপুর ১টা ৪০মিনিটে চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ ০২নং ওয়ার্ডস্থ দোহাজারী স্টেশন রোডে অবস্থিত দোকান হতে আসামী মো: ইসমাইল (৬০), পিত মৃত সিরাজুল ইসলাম, মাতা-মৃত আনোয়ারা খাতুন, সাং-জামাল মেম্বারের বাড়ি, ৭নং ওয়ার্ড, দোহাজ পৌরসভা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
আটকের সময় আসামীর দোকানে তল্লাশি করিয়া ৮.৭৯ লিটা বিয়ার ও মদ ((ক) ১২টি HUNTER বিয়ার, (খ) Tsarina VODKA লেখা ১৪টি মদের বোতল, ( IMPERIAL WHISKY লেখা ০১টি মদের বোতল) উদ্ধার করা হয়। চন্দনাইশ থানা উপ-পুলিশ পরিদর্শক প্রবীন দেব এর নেতৃত্বে সঙ্গীও ফোর্সের অভিযানে আসামি আটেক সহ মাদক জব্দ করা হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.