মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি কর্তৃক পরিচালিত গোপন তথ্যে টেকনাফের সাবরাং সীমান্ত থেকে ৯০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।
অদ্য ২২ নভেম্বর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ মহেষখালীর ঘের নামক এলাকা হতে ৯০,০০০ (নব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ বহন কাজে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি হতে বিজিবি'র একটি আভিযানিকদল বর্ণিত এলাকায় গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে মাছের ঘেরের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত আড়াইটায় বিজিবি টহলদল ০৩ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে বর্ণিত স্থানে নাফ নদীর কিনারায় কেওড়া বাগানের দিকে আসতে দেখে। নৌকার গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই নৌকা হতে নাফ নদীতে লাফিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে নৌকার ভেতর হতে কালো পলিথিন দিয়ে মোড়ানো ০২টি পোটলা উদ্ধার করে তার ভেতর থেকে ৯০,০০০ (নব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট করতে সক্ষম হয়। অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।
পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক উক্ত এলাকায় ভোর ০৪০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও মাদক পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। তথ্য নিশ্চিত করেছেন, লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস,অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.