মোঃ জমির আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ডের আদশে দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোঃ জাহিদুল হক এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হল- চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের জীবধরছড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) একই গ্রামের হুসেন আলীর ছেলে সালা উদ্দিন (২৪) মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের গরমছড়ি গ্রামের আব্দুল হকের স্ত্রী-কন্যাকে ২০২০ সালের ২ অক্টোবর আসামীরা রাত প্রায় ৮টার দিকে ঘরে প্রবেশ করে জোরপূর্বক গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর ভিকটিম বিউটি আক্তার বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘতদন্ত করে ২০২২ সালের ২০ জুন আদালতে ৩ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। পুলিশ শাকিলকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে কিন্তু সালাউদ্দিন পলাতক থাকে। রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামীদের বিরুদ্ধে গত বুধবার এ রায় ঘোষনা করেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.