মোঃ সফিউল আজম রুবেল
জামালখানে অবস্থিত চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী 'সিনিয়র ক্লাবে' গত ১১/১১/২৩ তারিখে রোটারি ক্লাব অব আন্দরকিল্লা'র প্রথম চার্টার বর্ষ পালন করা হয়। কেক কেটে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ওয়াসিম শরীফ , সেক্রেটারি সাকিব নেওয়াজ চৌধুরী এবং সদস্য মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ দেলোয়ার হোসেন, আনিসুর রহমান, আবদুল লতিফ, হাসনাইন হোসাইন সাদ, ইমরুল কায়েস এবং আরো অন্যান্য সময় সদস্যরা দিনটি কে স্মরণ করে আলাদা আলাদা বিবৃতি দেন। প্রোগ্রামের শুরুতে বর্তমান ক্লাব সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন মুনীর রোটারি'র ইনভোকেশন পাঠ করেন এবং ক্লাব প্রেসিডেন্ট সাকিব নেওয়াজ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠান টি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.