চৌধুরী মুহাম্মদ রিপনঃ
৪ নভেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে ফিতা ও কেঁক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলালীগের সিনিয়র সদস্য সোনিয়া আজাদ। এসময় চট্টগ্রামের বিভিন্ন উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন। ৫জন নারীর সম্মিলিত প্রচেষ্টায় পাইকারি ও খুচরা বিক্রয়ের জন্য এমন প্রতিষ্ঠানের যাত্রাকে শুভকামনা জানান অতিথিরা। Real Style ক্রেতার শতভাগ প্রত্যাশা পূরণ করবে এমনটা আশা দর্শনার্থীদেরসারা দেশের তৃণমূল পর্যায়ে উন্নতমানের ইন্ডিয়ান, পাকিস্তান, চায়না ও মালেয়শিয়া থেকে পোশাক ও নারীর সব পণ্য দেশিয়ী উদ্যোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি এমনটা জানান Real style এর এই স্বত্বাধিকারী। পাশাপাশি নতুন যাত্রা উপলক্ষে সব পণ্যে মাসব্যাপী ৫০% ছাড়ের কথাও অনলাইনে পাইকারী ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান real style সময়ের সাথে পাল্লা দিয়ে বেশ সুনামের সাথে এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা সবার।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.