মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের শীর্ষ ইয়াবা কারবারীদের ইয়াবা কেনা-বেচার টাকা হুন্ডির মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার চক্রের শীর্ষ হুন্ডি ব্যবসায়ী মোহাম্মদ নূরকে হুন্ডির ৯,১১,৫৬০/- টাকা, ৪,৮০০ পিস ইয়াবা, ল্যাপটপ, বিভিন্ন ব্যাংক হিসাবের জমা ও চেকবইসহ টেকনাফের হ্নীলা বাজার থেকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
১নভেম্বর রাত আড়াইটায় একটি বিশেষ অভিযানে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ নূর নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক হুন্ডি ব্যবসায়ী ও মাদক কারবারীর পরিচয় মোহাম্মদ নূর (৩১)পিতা-মৃত কালা মিয়া, মাতা-মৃত দেলোয়ারা বেগম, সাং-ওয়াব্রাং, ০৩নং ওয়ার্ড, ইউনিয়ন-হ্নীলা, থানা-টেকনাফ জেলা-কক্সবাজার।
গোপন সংবাদে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের অন্তর্গত ০৪নং ওয়ার্ডস্থ হ্নীলা বড় বাজারের পশ্চিম পার্শ্বে দারুস সুন্নাহ মাদ্রাসার পাশে থাকা তিন তলা বিশিষ্ট মাস্টার মার্কেটের নীচ তলার ইছহাক কম্পিউটার সেন্টারের ভিতর অবৈধ মাদকদ্রব্য মজুদসহ ক্রয়-বিক্রয় করছে তথ্যে পালানো চেষ্টাকালে মোহাম্মদ নূর নামে এক মাদক কারবারীকে আটক করে।
পরবর্তীতে বিশেষ কায়দায় রক্ষিত সর্বমোট ৪,৮০০ (চার হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রয়/ইয়াবা কেনা-বেচার টাকা হুন্ডির মাধ্যমে পাচার লক্ষ্যে মজুদকৃত নগদ ৯,১১,৫৩০/- (নয় লক্ষ এগারো হাজার পাঁচশত ত্রিশ) টাকা, হুন্ডি কাজে ব্যবহৃত ০১টি এইচপি ব্রান্ডের ল্যাপটপ, ০২টি এন্ড্রয়েড ও ০১টি বাটন মোবাইল, বিভিন্ন ব্যাংকের সর্বমোট ০৯ (নয়)টি হিসাবের জমা বই, বিভিন্ন ব্যাংকের সর্বমোট ৩৬ (ছত্রিশ) টি চেক বই এবং ০১টি লাল রংয়ের কাভার বিশিষ্ট ডায়েরী জব্দ করা হয়।
বাংলাদেশের ইয়াবা ব্যবসায়ীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে পাশ্ববর্তী দেশের ইয়াবা ব্যবসায়ীদের টাকা পরিশোধ করে। স্থানীয় কিছু বিকাশ এজেন্ট এবং এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান এই হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে গ্রেফতারকৃত মোঃ নূর শীর্ষ পর্যায়ের হুন্ডি ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নূর একজন হুন্ডি ব্যবসায়ী ও মাদক কারবারীর সাথে জড়িত বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে, স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে টাকা সংগ্রহ করে সে পাশ্ববর্তী দেশের এজেন্টের সাথে যোগাযোগ করে। পরবর্তী পাশ্ববর্তী দেশের এজেন্টরা পুনরায় বাংলাদেশের কোন একটা ব্যাংক নাম্বার বা বিকাশ নাম্বার প্রদান করে ওই নাম্বারে মাদকের টাকা পাঠিয়ে দেওয়ার জন্য বলে। এই টাকাগুলো মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ হয়ে হয়ে পাশ্ববর্তী দেশে প্রবেশ করে এবং গ্রেফতারকৃত নূর এই কাজে লাখে ২০০/৪০০ টাকা কমিশন নিতো। এছাড়াও হুন্ডি ব্যবসায়ের আড়ালে সে দীর্ঘ দিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয়ের সাথে জড়িত ছিল।
উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। মোঃ আবু সালাম চৌধুরী
অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.