বিশেষ প্রতিনিধিঃ
সাংবাদিকদের নিরাপত্তাহীনতা,চরম মর্যাদাহানী,পেশাগত দায়িত্ব পালনে হুমকি-ধামকি,পদেপদে বাধাবিঘ্নতা,আক্রমন,
অত্যাচার,নির্যাতন,কুদৃষ্টি,অবমূল্যায়ন,নানাভাবে হয়রানি,
ভোগান্তি জীবনঝুঁকি থেকে রক্ষায় সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতায়-মোঃ দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক,ঢাকা প্রেসক্লাব এর পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহবান।
সাংবাদিক হলো শুধু রাজনৈতিক দলের জন্য নয়,দল মত নির্বিশেষে সকলক্ষেত্রে সবার কাছে সম্মানিত নিরপেক্ষ মর্যাদাবান পেশা। দেশ-জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে নিয়োজিত নিরন্তন পথে আলোকিত দর্পণে বাস্তবতায় সত্য প্রকাশে নির্ভীক সৈনিক আয়না নামে সব পেশা থেকে ভিন্ন এবং মর্যাদাবান। তাদের কাজ হলো যেখানে যে অবস্থানে ভালো মন্দ ঘটনা ঘটবে জাতির সামনে তুলে ধরবে।
১)) রাজনৈতিক দলের নেতারা নিজেকে বড় নেতা বানানোর জন্য সাংবাদিক কে খরচ দিয়ে তার বক্তব্য তার উন্নয়ন মূলক কাজের কথা জাতীর কাছে তুলে ধরার জন্য সাংবাদিক দের কে টাকা দিয়ে হলোও খুশি করে তার নিউজ টা করে দেওয়ার চেষ্টা করে।
২)) সরকারের ভালো মন্দ দুর্নীতি অপকর্মের চিত্র সাংবাদিকরাই জাতির সামনে তুলে ধরে।
৩)) সমাজের যেই কোন সমস্যা সমাধান এর লক্ষে অনেকেই কোথাও কোন সুবিচার না পেলে সাংবাদিকদের দারস্থ হয়।
৪)) পুলিশ অপরাধীকে ধরতে সাংবাদিকের সহযোগিতা নেন।
৫)) প্রশাসনের কর্মকতারা তাদের সকল ধরনের সুনাম জনগণের কাছে পৌছানোর জন্য সাংবাদিক সম্মেলন করেন।
৬)) বিরোধী দলের নেতা কর্মীরা কোথাও সমস্যা পড়লে প্রথমে সাংবাদিক দের সহযোগিতা নেন।
৭)) রাস্ট্রের গ্রুরুত্বপূর্ন প্রোগ্রাম গুলো দেশী বিদেশি সকল স্তরের কাছে পৌছানোর জন্য সাংবাদিক প্রয়োজন।
৮)) সমাজে জোর জুলুম, চাঁদাবাজি, মাস্তানি, মাদকদ্রব্য ব্যবসায়ী,দখলবাজ, ভূমিদূশ্য, নারী বেবসায়ী,অবৈধ বেবসায়ী এমন দুর্নীতি অপকর্মে যারা লিপ্ত তাদের কাছে সাংবাদিক মানে হলুদ সাংবাদিক, ভূয়া সাংবাদিক, অপ-সাংবাদিকতা, সবচেয়ে খারাপ লোক সাংবাদিক।
৯)) একজন ভালো লোক সাংবাদিক ধারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন সংখ্যা কত খানিক পাওয়া যাবে?
১০)) সর্বশেষ সাংবাদিক জাতির বিবেক,রাস্ট্রের উন্নয়নের ক্ষেত্রে জোরালো নিরপেক্ষ ভূমিকা রাখে, সাংবাদিক একটি জাতির জন্য আয়না স্বরুপ কাজ করে। সরকারী দল,বিরোধী দল তাদের কাছে দুটোই সমান। তাই সকল রাজনৈতিক দলের নেতাদেরকে বলছি। সাংবাদিক দের কে সহযোগিতা করুন,তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, আপনাদের থেকে সুদৃষ্টি আসা করছি।
এতগুনে গুনায়ীত হওয়ার পর আজ আমাদের সাংবাদিকরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত অত্যাচারিত নিপিড়ীত হচ্ছে। গতকাল আমাদের সাংবাদিকরা পেশাগত দায়িত্বপালন
করতে গিয়ে ইত্তেফাক, সময় টিভি, একুশে টেলিভিশন যমুনা টিভি ও কালবেলাসহ বেশ কয়েকটি গণমাধ্যমের সহকর্মীরা দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন, আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন ও নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ, দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানি, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল এবং তৌহিদুল ইসলাম তারেক, ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন, ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহাম্মেদ, একুশে টিভির রিপোর্টার তৌহিদুর রহমান ও ক্যামেরা পারসন আরিফুর রহমান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি, ইত্তেফাকের সাংবাদিক শেখ নাছের ও ফ্রিল্যান্সার মারুফ। DPC বাংলা TV এর বিশেষ প্রতিনিধি ইদি আমিন এ্যাপেলো, আঃ সালাম মিন্টু, মিজানুর রহমান,দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার সুজন মাহমুদ সহ আরও অনেকে।সকল রাজনৈতিক দলের
নেতাকর্মীদেরকে বলবো সাংবাদিক দের কে সহযোগিতা করুন, তাদের কাজে সহযোগিতা করুন, তাদের বিপদে এগিয়ে আসুন, সাংবাদিক আপনাদের সকলের জন্য প্রয়োজনীয় ঔষুধ। সাংবাদিকদের উপর অতাচার নির্যাতন,
কুদৃষ্টি অবমূল্যায়ন,থেকে বিরত থাকুন। সকল রাজনৈতিক
দলের নেতাকর্মীকে অনুরোধ করছি যেকোনো আন্দোলন, যেকোনো কাজে সাংবাদিক দের কে সহযোগিতা করুন। দেশের উন্নয়নে সহযোগিতা করুন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.