মোহাম্মদ মাসুদ নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী/মালবাহী ট্রেনেের সংঘর্ষে ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন। ভুল সিগন্যালের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল যেন মৃত্যুপুরীতে পরিণত হয়। নিহত আহত স্বজনদের আর্তনাদ আহাজারীতে আকাশ বাতাস ভারী করে তুলে।
আজ সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস টিম,পুলিশ,আনসার ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেয়।
আজিজুল হক স্টেশন ইনচার্জ ভৈরব ফায়ার সার্ভিস বলেন,আমরা বিকাল ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই। ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত আছে। অন্তত ৪০ জন আহত হয়েছেন ট্রেনের নিচে আরো হতাহত থাকতে পারে।
ফায়ার ফাইটার মো.রাসেল (ভৈরব বাজার ফায়ার স্টেশন) বলেন,‘কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারোসিন্ধুর গোধূলির সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী একটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে।
মো. ইউসুফ বলেন,(ভৈরব রেলস্টেশনের মাস্টার) বলেন, জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় এগারোসিন্ধুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে দুর্ঘটনা ঘটে।ঢাকা থেকে কনটেইনারবাহী একটি ট্রেন বিকালে ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্ধুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,এখনও উদ্ধারকাজ চলছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের বগিগুলো উদ্ধারে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। এখন পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য নিশ্চিত হয়েছি।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভৈরব উপজেলা নির্বাহী পরিচালক সাদিকুর রহমান বলেন,ভুল সিগন্যালের কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ১৭ জন মৃত্যু নিশ্চিত অনেক আহত হলেও এখনো ট্রেনের নিচে অনেক হতা-হতো রয়ে গেছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.