মোঃশামছুল আলমঃ
ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ৬৮ ও ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর দের আস্থাবাজনরা দীর্ঘদিন ধরে স্টাফ কোয়ার্টার থেকে হাজিনগর ও বড় ভাঙ্গা যাতায়াতের একমাত্র ব্রিজ বিভিন্ন দোকান পাট বসিয়ে চাঁদাবাজি করে আসছে যার নেতৃত্বে মোবাইল মেকার ও মাদক ব্যবসায়ী সরশআলী। ব্রীজটি দিয়ে প্রতিদিন ২ লক্ষ লোকের চলাচল হলেও তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না।ব্রীজের উপর দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করার কারণে স্কুল, কলেজ,ও অফিস গামী মানুষ প্রতিদিন সকাল বিকাল বিড়ম্বনা শিকার হয়। অন্যদিকে স্টাফ কোয়ার্টার চৌরাস্তায় অবৈধ দোকানপাট ও সিএনজি অটোরিকশা বসিয়ে ব্যপক চাঁদাবাজি করে আসছে ৬৯ নং ওয়াড কাউন্সিলরের ঘনিষ্ঠ আব্দুল হক সহ চিহ্নিত চাঁদাবাজরা। তাদের হাত থেকে স্টাফ কোয়াটার এলাকাটি স্থায়ীভাবে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত রাখতে ব্যবস্থা নিবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ডেমরা থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন আমি যতদিন এই থানায় আছি আমি বিষয়টি দেখব এবং সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে আমি ডেমরার সকল মানুষের সহযোগিতায় বাংলাদেশ পুলিশের পোশাকের পবিত্রতা রক্ষা করব ইনশাল্লাহ,
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.