মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধিঃ
শেরপুরের নকলা থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪২৩৫.৫ কেজি ভারতীয় চিনিসহ ০২ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
অদ্য ০১সেপ্টেম্বর রাত্র আনুমান রাত ১২টায় অধিনায়কের নির্দেশক্রমে চৌকস আভিযানিক নকলা থানাধীন এলাকায় হতে পিকআপ তল্লাশী কালে সন্দিগ্ধ পিকআপটির ভিতরে থাকা আসামী মোঃ সিরাজুল ইসলাম (৩৪)কে আটক করে।
ভারতীয় চিনি ও নগদ ১,৫০,০৮০/- টাকা সহ একটি পিকআপ উদ্ধার করত জব্দ করে।
আটককৃতের পিতা: মো: সুরুজ আলী, গ্রাম : বড়কান্দা, থানা : নালিতাবাড়ি, জেলা : শেরপুর এবং ২। মোঃ আনিসুজ্জামান (৪০), পিতার নাম: মোঃ শাহাবুদ্দিন গ্রাম: জয়িপাপাড়া, থানা: ধোবাউরা, জেলা: ময়মনসিংহ। এসময় আসামীদের দখলে থাকা ট্রাক হতে ৪২৩৫.৫ কেজি
জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে বিদেশী পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী পণ্য আমদানি এর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ধৃত আসামীদ্বয়কে শেরপুর জেলার নকলা থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন,ভারপ্রাপ্ত অধিনায়কের পক্ষে অপারেশনস্ অফিসার (মোঃ আব্দুল হাই চৌধুরী) সহকারী পুলিশ সুপার।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.