নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ৬ই আগস্ট চট্টগ্রামে ভারী বর্ষণে পানি বন্ধি শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত খাবার বিতরণে উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ইকরামুল আদিব,রোহান,সাদিন,ইউ এস টি সি ছাত্রলীগ নেতা আশ্রাফ আরাফাত নিরব,আই আই ইউ সি ছাত্রলীগ নেতা অপি,সিমান্ত,হালিশহর থানা ছাত্রলীগ নেতা সায়েম,সাজির,আবরার, ইমতিয়াজ প্রমুখ।
মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দিন খান গণমাধ্যম কে বলেন বিগত ৬ দিন যাবত চট্টগ্রামে চলছে ভারীবর্ষণ।এতে পানিবন্ধি হয়ে পড়েছে নগরবাসীর নিম্মাঞ্চলের বাসিন্দারা।তাদের দূর্ভোগ এর কথা চিন্তা করে আমি পানিবন্ধি বাসিন্দাদের মাঝে খাবার বিতরণ করি।
তিনি আরো বলেন,ছাত্রলীগের নেতা-কর্মীরা সর্বদা দেশের ক্রান্তিলগ্নে সাধারণ জনগনের পাশে ছিলেন বর্তমানেও আছেন,ভবিষ্যতে ও আমরা নিয়োজিত থাকব বলে জানান।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.