রবিউল হোসেন চৌধুরী রিপনঃ
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন নেতৃত্বে এসআই স্বরুপ কান্তিপাল এসআই মোঃ ইমাম উদ্দিন এবং সঙ্গীফোর্স সহ অভিযানপরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ জুলাই শনিবার সকাল সাড়ে ৭টা ৩০মিনিটের দিকে কাপ্তাই থানা বিশেষ অভিযান চালিয়ে কাপ্তাই- বড়ইছড়ি মৎস চেক পোষ্টের সামনে প্রধান সড়কে একটি ট্রাককে আটক করে তল্লাশি চালালে ৮ বস্তায় ৩শ' লিটার, চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের বাজার মূল্য ৯০ হাজার টাকা। এই সময় মান্নান ড্রাইভার নামে একজন পালিয়ে যায়, পৃথক আরেক অভিযানে এসআই(নিঃ)/ মোঃ ইমাম উদ্দিন, এএসআই(নিঃ)/ জয়নাল আবেদীন, এএসআই(নিঃ)/ হাফিজুর রহমান এবং সঙ্গীফোর্স ৩শ গ্রাম গাঁজা সহ ২ জনকে সকালে গ্রেফতার করে কাপ্তাই থানা টিম। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামী দুজনকে রাঙ্গামাটি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে এই বিষয়ে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন নিশ্চিত আমাদের প্রতিনিধিকে করে তিনি বলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ মহোদয় এবং কাপ্তাই সার্কেল অ্যাডিশনাল এসপি রওশন আরা রব মহোদয়ের নির্দেশক্রমে রাঙ্গামাটি র সকল থানায় মাদকের বিরোদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসাবে আমরাও কাপ্তাই থানায় অব্যাহত রেখেছি। আমাদের মাদকের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.