মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
মানিকগঞ্জ হরিরামপুর ১৯ জুলাই ২০২৩ তারিখে হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বাহাদুর ঘাট এলাকায় মো: হানিফ হোসেন (৪২)গ্রাম: সোনাতলা পোস্ট: বেড়া সোনাতলা থানা: সাথিয়া জেলা: পাবনা। পানি উন্নয়ন (BWDB)এর অধীনে বেড়ীবাঁধে কাজ করার সময় মারা যায়।মৃত্যুর কারণ সঠিক ভাবে কেউ বলতে পারেন নাই।তবে মৃত ব্যক্তির সহকর্মীরা জানাই মৃত হানিফ অসুস্থ বোধ করলে গ্যাসের ট্যাবলেট সেবন করে আরো বেশি অসুস্থ হইলে ঝিটকা আবির মেডিকেল নিয়ে আসলে কর্তব্য রত ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে হরিরামপুর থানা পুলিশ এর হেফাজতে আছে। আইন গত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.