প্রেস বিজ্ঞপ্তি,
(আজ শনিবার ১৫, ২০২৩) জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে নতুন বাংলাদেশের রূপকার আখ্যায়িত করে বলেছেন, এরশাদ ছিলেন শেষ্ঠ সংস্কারক। গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক মুক্তির এক বলিষ্ঠ নেতা। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এমন কোন এলাকা নেই যে, যেখানে এরশাদের উন্নয়নের ছোঁয়া লাগেনি। ঢাকার বড় বড় রাস্তা-ঘাট তাঁর শাসনামলেই নির্মিত হয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের মূল্যায়ন করেছেন। তাঁর মুখেই প্রথম উচ্চারিত হয়েছে “মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশেষ্ঠ সন্তান”। তিনি আজ গুলশানন্থ দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, এরশাদ মসজিদ, মাদ্রাসায় গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল মওকুফ করে ছিলেন। তিনি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের মানুষের জন্য ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করেছিলেন। এরশাদ মনে করতেন ধর্ম যার যার রাষ্ট্র সবার।
জাতীয় পার্টির ঢাকা মহানগর (উত্তর) সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জহির উদ্দিন জহিরের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী হাবিবুল্লাহ বেলালী, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম নুরু। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য- মুহাম্মদ ইসরাফিল মিয়া। বক্তব্য রাখেন, সাংস্কৃতিক পার্টির আহবায়ক কবি ইউনুস ফার্সি। আরো বক্তব্য রাখেন আলহাজ¦ মনজুরুল হক সাচ্চা, তৌহিদুর রহমান, এডভোকেট ইমদাদুল হক ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
(জামাল উদ্দিন জামাল)
প্রেস সচিব
সম্মেলন প্রস্তুতি কমিটি
জাতীয় পার্টি
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.