কাপ্তাই হতে প্রথম রাঙ্গামাটি–২৯৯ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

রাঙ্গামাটি কাপ্তাই থেকে বিএনপি’র নির্বাচনী প্রথম প্রচারণা সভার মধ্য দিয়ে শুরু করা হলো রাঙ্গামাটি–২৯৯ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান-এর নির্বাচনী প্রচারণা। ২৪ নভেম্বর সোমবার বিকালে কাপ্তাই জেটিঘাট বাস স্ট্যান্ড প্রাঙ্গণে
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি–২৯৯ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এ সময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হলে চন্দ্রঘোনা–রাইখালী ফেরিঘাটে জরুরি ভিত্তিতে ব্রিজ নির্মাণ, কাপ্তাইকে মৌজা গঠন, কে.পি.এম ও কে.আর.সি পুনরায় স্বতঃস্ফূর্তভাবে চালুর ব্যবস্থা, কর্ণফুলী সরকারি কলেজকে অনার্স পর্যন্ত বর্ধিতকরণসহ কাপ্তাইয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন। এছাড়া বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রনেল চাকমা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত অপু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নাছের, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছালেহা বেগম প্রমুখ। এই প্রচারণা সভায় কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলার হাজার হাজার জনসাধারণ উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। সভাটি সভাপতি’র বক্তব্যের মধ্য দিয়ে রাঙ্গামাটি–২৯৯ আসনের বিএনপি’র ধানের শীষের নির্বাচনী প্রথম প্রচারণা সভা সমাপ্ত হয়।