
মোঃআবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার আন্দারমানিক ঘাট এলাকার পদ্মা নদীতে, শরীয়তপুর জাজিরা জিও ব্যাগ এর কাজে কর্মরত ২৩ জন শ্রমিক সিরাজগঞ্জ নিজ এলাকা যাওয়ার পথে, নাম রবিউল (১৭) পিতা: আনোয়ার হোসেন গ্রাম: চর কৈজুরী থানা: শাহজাদপুর জেলা: সিরাজগঞ্জ নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায় উক্ত রবিউল মিরকি রোগে আক্রান্ত ছিলেন। পানিতে পড়ে যাওয়ার পর ত্রিপল নাইনে ফোন করলে, ঘটনাস্থলে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহরিয়ার রহমান ও হরিরামপুর অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য এবং ফায়ার স্টেশনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।